সোমবার (১৩ এপ্রিল) সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল আল মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনজীবীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হবে। এ বিষয়ে সোম বা মঙ্গলবারের মধ্যেই বারের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। এসএমএসের মাধ্যমে সদস্যদের আবেদনের বিষয়ে তথ্য জানানো হবে। আগামী সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত আবেদন নেওয়া হবে।
কি পরিমাণ ঋণ দেওয়া হবে এবং তা পরিশোধের সময়সীমা কতদিন হবে জানতে চাইলে তিনি বলেন, আগে দেখা হবে সমিতির কতজন সদস্য ঋণসুবিধা নিতে আবেদন করেছেন। স্বাভাবিকভাবেই আবেদনকারী সংখ্যা বেশি হলে ঋণের পরিমাণ কমে আসবে। এসব বিষয়ে আগামী ২০ এপ্রিল কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
কেআই/ওএইচ/