ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাস্ক পরে ডাকা‌তি, পাঁচজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
মাস্ক পরে ডাকা‌তি, পাঁচজন রিমান্ডে

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বিল্লাহ ফার্মা ও খিলগাঁও‌য়ের লাজ ফার্মায় মাস্ক প‌রে ডাকাতির ঘটনায় গ্রেফতার পাঁচজন‌কে একদিন ক‌রে রিমা‌ন্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১৩ এ‌প্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আ‌দেশ দেন। এ‌দিন আদালতে তা‌দের হাজির করে ১০ দি‌নের রিমান্ড আ‌বেদন ক‌রে ‌গো‌য়েন্দা পুলিশ (ডিবি)।

শুনা‌নি শে‌ষে বিচারক তাদের এক‌দি‌ন করে রিমান্ড মঞ্জুর ক‌রেন।

রিমা‌ন্ডে যাওয়া ব‌্যক্তিরা হ‌লেন- সোহেল (৩৬), সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজু (২৫)।

এরআগে রোববার (১২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পশ্চিম বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহদাত সোমা ও মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিছ উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থে‌কে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, চাপাতি, দা ও লোহার রড এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার ক‌রা হয়।

গত ১ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১টার দিকে মোহাম্মদপুরের কলেজ গেটের বিল্লাল ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় একই স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। তারা প্রথমে একটি পিকআপ করে মুখে মাস্ক ও গামছা পেঁচিয়ে আসে। ফার্মেসিতে গিয়ে চাপাতি, দা ও লোহার রডের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ নিয়ে যায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি তাদের নেতৃত্বে গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম ও পল্লবী জোনাল টিম মামলা দু’টির ছায়া তদন্ত শুরু করে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।