বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতিপালের আদালতে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন তিনি।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন বারাহীপুর ভূঞা বাড়ির টুটুল। হত্যার পর জরুরি ৯৯৯-এ ফোন করে নিজেই পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও ফেসবুকে লাইভ দেয়া মোবাইল জব্দ করা হয়।
পরে এ ঘটনায় নিহত তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে টুটুলকে আসামি করে রাতেই ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এসএইচডি/আরবি/