সোমবার (২০ এপ্রিল) ঋণের জন্য আবেদনের শেষ সময় ছিল। ইমেইলের মাধ্যমে সেই ঋণের জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে সাত হাজার আইনজীবী।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, ঋণের জন্য সাত হাজার ৫১১ জন সদস্য আবেদন করেছেন। আবেদনগুলোর বিষয়ে আগামী ২৩ এপ্রিল কার্যনির্বাহী কমিটির সভা হবে।
তাছাড়া বারের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে আমরা বসবো। এরপর একটি কমিটি গঠনের মাধ্যমে দ্রুত ঋণ প্রদান কার্যক্রম শুরু করবো।
জানা যায়, কিছু আইনজীবী না বুঝে একাধিকবার মেইল পাঠিয়েছেন। তাই যাচাই-বাছাই শেষে আবেদনের সংখ্যা কিছু কমতে পারে।
এর আগে গত ১৩ এপ্রিল অনলাইনেই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
কেআই/এএ