বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
চার ক্যাটাগরিতে পাঁচ হাজার ৪৮৫ জন আইনজীবী এ ঋণ পাবেন।
ঢাকা আইনজীবী সমিতির কোষাধ্য। ক্ষ অ্যা ডভোকেট আব্দুল আল মামুন বাংলানিউজকে বলেন, বিনা সুদে ঋণের জন্য সাত হাজার ৫১১ জন তালিকাভুক্ত সদস্য আবেদন করেছিলেন। এর মধ্যে অনেকে একাধিকবারও আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে পাঁচ হাজার ৪৮৫ জন ঋণের জন্য বিবেচিত হয়েছেন। আমরা চার ক্যাটাগরিতে সদস্যদের এক বছরের জন্য ঋণ দেবো।
কবে নাগাদ ঋণ দেয়া হবে, জানতে চাইলেস তিনি বলেন, ব্যাংকে আমাদের সমিতির অ্যাকাউন্টে টাকা রয়েছে। আমরা টাকার জন্য ব্যাংকে আবেদন করবো। ব্যাংক থেকে টাকা পেলে ক্যাশের মাধ্যমে সদস্যদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে ঋণ দেওয়া শুরু করবো।
আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবারের মধ্যে টাকা দেওয়া শুরু করতে পারবো বলে আশা করছি। সদস্যই নম্বর অনুযায়ী কাদের কোনদিন টাকা দেওয়া হবে, তা এসএমএসেবর মাধ্যযমে আগেই জানিয়ে দেওয়া হবে।
গত ১৩ এপ্রিল অনলাইনে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
কেআই/এএ