রোববার (১১ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এএম জুলফিকার হায়াত স্বাক্ষরিত নোটিশে এই আদালত গঠনের কথা জানানো হয়।
আদালতের তথ্যগপ্রযুক্তি ব্যাবহার অধ্যািদেশ ২০২০ এর ক্ষমতাবলে সুপ্রিমকোর্ট জারি করা ‘বিশেষ প্র্যাকটিস নির্দেশনা’ অনুসারে এই কোর্ট গঠন করা হয়।
ঢাকার সিএমএম আদালতে ভার্চুয়াল কোর্ট-১ এর দায়িত্বে রয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী, কোর্ট-২ এর দায়িত্বে সাদবীর ইয়াছির আহসান চৌধুরী, কোর্ট-৩ এর দায়িত্বে দেবদাস চন্দ্র অধিকারী ও কোর্ট-৪ এর দায়িত্বে রয়েছেন রাজেশ চৌধুরী।
এছাড়া ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ একই দিনে আলাদা এক বিজ্ঞপ্তি জারি করেন।
যাতে বলা হয়, গত ২৬ মার্চ থেকে আগামী ১৬ মে পর্যন্ত অবকাশকালে দৈনন্দিন কার্যতালিকা অনুযায়ী জামিন সংক্রান্ত বিষয়ে (ফৌজদারি বিবিধ আপিল) শুনানি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ১১, ২০২০
কেআই/এএ