ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভার্চ্যুয়াল কোর্টে কাশিমপুর কারাগারের ১৬ আসামির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মে ১৫, ২০২০
ভার্চ্যুয়াল কোর্টে কাশিমপুর কারাগারের ১৬ আসামির জামিন

গাজীপুর: ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১৬ আসামি জামিনে মুক্তি পেয়েছেন। 

শুক্রবার (১৫ মে) কাশিমপুর কারা কমপ্লেক্সের ৪টি কারাগার থেকে ওই আসামিদের মুক্তি দেওয়া হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।  

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার কারাগারে বন্দি ১৬ আসামিকে ভার্চ্যুয়াল কোর্টে মাধ্যমে জামিনের নির্দেশ দেওয়া হয়।

পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের থেকে ই-মেইলে তাদের জামিনের কাগজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া সবাই বিভিন্ন মামলার হাজতি আসামি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে কারাগার-১-এর ২ জন, কারাগার-২-এর ২ জন, মহিলা কেন্দ্রীয় কারাগারের ৯ জন ও হাই সিকিউরিটি কারাগারের ৩ জন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ১৫, ২০২০
আরএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।