ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

আইনজীবীদের ভার্চ্যুয়াল ঈদ শুভেচ্ছা বিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, মে ২৫, ২০২০
আইনজীবীদের ভার্চ্যুয়াল ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকা: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলার বিষয়টি মাথায় রেখে সুপ্রিম কোর্টের আইনজীবীরা ঈদুল ফিতরের শুভেচ্ছা ভার্চ্যুয়ালি বিনিময় করেছেন।

সোমবার (২৫ মে) ফেসবুকের মেসেঞ্জারের ভিডিও কনফারেন্সে তারা শুভেচ্ছা বিনিময় করেন।  
 
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে ভার্চ্যুয়াল ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।


 
সহকারী অ্যাটর্নি জেনারেল জেনারেল মো. মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মো. আজাহার উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট শহীদুল ইসলাম খান লিটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোজাম্মেল হক সিদ্দিকী রানা, অ্যাডভোকেট মো. জগলুল কবির, সহকারী অ্যাটর্নি মোহাম্মদ আওলাদ হোসেন, সহকারী অ্যাটর্নি মাহমুদুন্নবী উজ্জ্বল, সহকারী অ্যাটর্নি জেনারেল বিনয় কুমার ঘোষ, সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান মিলন, সহকারী অ্যাটর্নি জেনারেল উর্বশী বড়ুয়া ও অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী প্রমুখ।

পরে এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, করোনা দুর্যোগ পরিস্থিতির কারণে মুসলমানদের একমাস সিয়াম সাধনার পর ২৫ মে সোমবার ঈদুল ফিতর উদযাপন হয়েছে। এবারকার ঈদ অন্যরকম একটি ঈদ। এবার ঈদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।  

এই অবস্থায় ঈদ শুভেচ্ছা বিনিময়সহ বর্তমান করোনা পরিস্থিতি, ভার্চ্যুয়াল কোর্ট সম্পর্কিত ও আইনজীবীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ২৫, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।