বৃহস্পতিবার (২৮ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৯ মে) ঢাকার একটি আদালত এ মামলায় তাকে জামিন দিয়েছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
পরে খুরশীদ আলম খান বলেন, নিয়মিত আদালত না খোলা পর্যন্ত তার জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
২০ মে খুরশীদ আলম খান জানিয়েছিলেন, ১৯ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬ রাশেদ চিশতীকে ১৫৯ কোটি টাকা অর্থ পাচারের মামলায় জামিন দেন। এর বিরুদ্ধে দুদক হাইকোর্ট বিভাগে আবেদন করে।
তিনি আরও জানান, ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ এবং ব্যাংকটির গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ১৫৯ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে অর্থ পাচার প্রতিরোধ আইনের ৪ ধারায় মামলা করে দুদক।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ২৮, ২০২০
ইএস/এইচএডি