ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে জামিন পেলেন হবিগঞ্জের সাংবাদিক সুশান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
হাইকোর্টে জামিন পেলেন হবিগঞ্জের সাংবাদিক সুশান্ত

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জের সাংবাদিক সুশান্ত দাশ গুপ্ত।

রোববার (১৪ জুন) বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

সঙ্গে ছিলেন আইনজীবী শাকিব রিজোয়ান কবির। জামিন পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী এ এম আমিন উদ্দিন।

সুশান্ত দাশের সম্পাদনায় ‘আমার হবিগঞ্জ’ পত্রিকায় স্থানীয় একজন সংসদ সদস্য নিয়ে খবর প্রকাশ করার পর গত ২০ মে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। পরদিন ভোরে পুলিশ সুশান্তকে গ্রেফতার করে।

ওই সংসদ সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৪, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।