গুলশানের ১১৭ নম্বরের ভবনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন নর্থ অ্যান্ড কফির ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড হাবার্ড। তিনি কিছুদিন আগে যুক্তরাষ্টে যাওয়ায় ফ্ল্যাটটি খালি ছিল।
তবে বাড়ির মালিকের পক্ষ থেকে কোনো মামলা বা জিডি না করায় পুরনো একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচদিনের রিমান্ড আবেদন করে গুলশান থানাপুলিশ। অপরদিকে, আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান বিচারক।
এর আগে মাসুমকে আটকের পর ডিএমপির গুলশান জোনের সিনিয়র সহকারী কমিশনার রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে মাসুম বলেছে, তিনদিন ধরে ওই ফ্ল্যাটে সে থাকছে এবং খাচ্ছে। ওই বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সে নাচছে।
মাসুম রাস্তার ফুটপাতে থাকে। বাসায় ঢুকে অনেক খাবার দেখে সে ওগুলো খেতে থাকে। সেখানে আরও কয়েকদিন থাকার পরিকল্পনা ছিল বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
দুই বছর আগে মাসুম এক ইতালীয় বাসায় চুরি করার অভিযোগে কারাগারে যায় বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ১৫, ২০২০
কেআই/ওএইচ/