ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

ঠিকাদার বাশার হত্যা: রিমান্ড শে‌ষে কাওছার কারাগা‌রে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৬, জুন ১৮, ২০২০
ঠিকাদার বাশার হত্যা: রিমান্ড শে‌ষে কাওছার কারাগা‌রে

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকাধীন গাড়ান এলাকার আবুল বাশার তালুকদার (৩২) নামে এক ঠিকাদার‌কে কুপিয়ে হত্যার ঘটনায় কাওছার মোল্লাকে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত। 

বুধবার (১৭ জুন) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট জিয়াউর রহমান এ আ‌দেশ দেন।  

গত রোববার (১৪ জুন) কাওছারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বুধবার (১৭ জুন) ‌সেই রিমান্ড শেষে তা‌কে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পযর্ন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আরসেল তালুকদার। শুনা‌নি শে‌ষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৩ মে রাতে আবুল বাশার তালুকদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই উজ্জ্বল তালুকদার ১১ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০২০
কেআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ