সোমবার (২৯ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়। আদালতে এ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল।
জামিন প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আমিন উদ্দিন মানিক জানান, কিছুদিন আগে দুটি মামলায় জামিন আবেদন করেছিলেন আসিফ হোসেন। এর মধ্যে একটিতে বিদেশ না যাওয়া, পাসপোর্ট জমা রাখা ও তদন্তে ব্যাঘাত না ঘটানোর শর্তে নিয়মতি কোর্ট খোলার এক সপ্তাহ পর পর্যন্ত তাকে জামিন দিয়েছেন ভার্চ্যুয়াল আদালত। অপর মামলাটির শুনানি আগামী রোববার।
এদিকে এ জামিনাদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করবে বলে জানান তাদের আইনজীবী খুরশীদ আলম খান।
গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদক এ দুই মামলা করে। তারপর থেকে কারাগারেই আছেন আসিফ হোসেন। দুটি মামলায় ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। এ ঘটনা বালিশকাণ্ড নামে পরিচিতি পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুন ২৯, ২০২০
ইএস/এইচজে