ঢাকা: পবিত্র ঈদুল আজহায় হাউজিং সোসাইটিতে কোরবানি দিতে কোরবানির পশু প্রবেশে ‘অবৈধ বাধার’ বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
জাপান গার্ডেন সিটির এক ফ্ল্যাট মালিক এ রিট করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী শেখ ওমর শরীফ।
আগামী ২২ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে জানিয়ে আইনজীবী ওমর শরীফ বলেন, করোনা ভাইরাস পরিস্থিতে জনসমাগম এড়াতে জাপান গার্ডেন সিটির প্রকল্পের অভ্যন্তরে কোরবানির পশু প্রবেশ করা যাবে না বলে সিদ্ধান্ত নেয় জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতি। এ বিষয়ে ৫ জুলাই তারা নোটিশ জারি করে। ইস্টার্ন টাওয়ার ফ্ল্যাট মলিক সমবায় সমিতি, লাক্সারি অ্যাপার্টমেন্ট ওনার্স ওয়েলফেয়ার সোসাইটিও এ বিষয়ে নোটিশ জারি করে।
পরে ১৪ জুলাই এ বিষয়ে জাপান গার্ডেন সিটির এক ফ্ল্যাট মালিক আব্দুল্লাহ আল মামুন শিশির আইনি নোটিশ দেন। ওই নোটিশে বলা হয়, করোনা ভাইরাসের সাথে পশু কোরবানি করা কিংবা কোরবানির পশুর কোনো সম্পর্ক নেই। সরকার কিংবা সিটি করপোরেশন হাউজিং কমপ্লেক্সে পশু প্রবেশ করানোর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। বরং সিটি করপোরেশন স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানির ব্যবস্থা নিশ্চিত করেছে। এমন অবস্থায় জাপান গার্ডেনসহ অন্যান্য হাউজিং সোসাইটির কমপ্লেক্সে পশু প্রবেশে নিষেধাজ্ঞা জারির এখতিয়ার নেই।
নোটিশে স্বাস্থ্যবিধি মেনে হাউজিং কমপ্লেক্সে কোরবানির পশু প্রবেশে ব্যবস্থা নিতে বলা হয়। এরপর তিনি রিট করেন বলে জানান আইনজীবী ওমর শরীফ। রিটে স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ইএস/এমজেএফ