ঢাকা: দেশের সব অধস্তন আদালতে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও চাহিদা মোতাবেক সব ধরনের লজিস্টিক সুবিধা দিতে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দিয়েছে হাইকোর্ট প্রশাসন।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাছে এ চিঠি দেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।
চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয় নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি এবং নিরাপদ শারীরিক দূরত্ব অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম চলমান রয়েছে।
‘করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তাররোধকল্পে স্বাস্থ্যবিধি বজায় রাখা নিশ্চিতকরণের নিমিত্ত এজলাস কক্ষ এবং আদালত ভবনে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নসহ আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। ’
চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও চাহিদা মোতাবেক সব ধরনের লজিস্টিক সুবিধা দেওয়াসহ আদালত/ট্রাইব্যুনালসমূহের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য আপনাকে (প্রধান প্রকৌশলী) বিশেষভাবে অনুরোধ করা হলো।
গত ২০ জুলাই এ চিঠি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
ইএস/এএটি