ঢাকা: মানিলন্ডারিংয়ের দুই মামলায় হাইকোর্টের ভার্চ্যুয়াল আদালতে জামিন আবেদন করেছেন ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।
বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়।
ভার্চ্যুয়াল শুনানিতে আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও এম মাইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পরে এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আদালত জামিন না দিয়ে আবেদন দুটি নিয়মিত আদালত খোলা পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন।
২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে দু’টি মামলা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ইএস/এমজেএফ