ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

ভার্চ্যুয়াল অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চের বিজ্ঞপ্তি সংশোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ভার্চ্যুয়াল অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চের বিজ্ঞপ্তি সংশোধন ফাইল ছবি

ঢাকা: বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের ভার্চ্যুয়াল অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ আগের নির্ধারিত তারিখে ৪ আগস্ট বসছেন না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাইয়ের বিজ্ঞপ্তির আংশিক সংশোধন পূর্বক সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ আগামী ৪ ও ৫ আগস্ট সকাল ১১টা থেকে তিনটা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইনের বিষয়াদি ব্যতীত অতি জরুরি সকল প্রকার ফৌজদারি মোশন ও তৎসংক্রান্ত জামিনের আবেদন, জামিন সংক্রান্ত আদেশের বিরুদ্ধে ফৌজদারি আপিল মঞ্জুরীর আবেদনপত্র ও জামিন সংক্রান্ত আবেদনপত্র এবং  জামিন সংক্রান্ত যেকোনো আদেশের সংশোধনীর আবেদন শুনানি করবেন মর্মে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ আদালত আগামী ৫ ও ৬ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিচার কাজ পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।