ঢাকা: আইনজীবী সমিতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখায় অনিয়মের অভিযোগ তোলার পর ঝটিকা অভিযান চালিয়েছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী।
রোববার (১৬ আগস্ট) চালানো এ অভিযানে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় কেনো কারণ ছাড়া অবস্থান করা ৪৩ ব্যক্তিকে জিজ্ঞসাবাদ করা হয়।
এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, উভয় বিভাগের রেজিস্ট্রার ও স্পেশাল অফিসারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর এ ধরনের অভিযানকে সমর্থন করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, মাঝে মধ্যে এমন ঝটিকা রেইড দরকার।
পরে এ বিষয়ে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আনীত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে এফিডেভিট শাখার বিভিন্ন সমস্যা চিহ্নিত করার জন্য পরিদর্শনের নির্দেশ দেন।
‘পরিদর্শনকালে তিনি এফিডেভিট শাখায় অধিক জনসমাগম দেখতে পান এবং ৪৩ ব্যক্তিকে শনাক্ত করেন। ওই সব ব্যক্তি এফিডেভিট শাখায় তাদের অবস্থানের পক্ষে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীসময়ে জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের ৩৫ জন আইনজীবী ক্লার্ক ও আটজন বহিরাগত ব্যক্তি, যারা আইনজীবী ক্লার্কদের সহায়তায় এফিডেভিট শাখায় প্রবেশ করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুসসহ অন্য সদস্যরা এফিডেভিট শাখায় আসেন এবং তাদের ৪৩ ব্যক্তির নাম-পরিচয় সরবরাহ করা হয়। ওই ৪৩ ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং তারা এই মর্মে মুচলেকা দেন যে তারা ভবিষ্যতে এফিডেভিট শাখায় শৃঙ্খলা ভঙ্গ করবেন না।
সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ আরও জানায়, এফিডেভিট শাখার কর্মকর্তা-কর্মচারীকেও সতর্ক করা হয়। আর এ পরিদর্শন কার্যক্রমের বিষয়ে বিচারপতি মোহাম্মদ ইমান আলী একটি লিখিত প্রতিবেদন প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করবেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
ইএস/এএ