মাদারীপুর: মাদারীপুরে মাদক মামলায় আনিচ হাওলাদার (৩৭) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২১ মে মাদারীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে চরমুগরিয়ার খাদ্য গুদাম এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ৫০ বোতল ফেনসিডিলসহ সদর উপজেলার নয়াচর গ্রামের মৃত মৌজ আলী হাওলাদারের ছেলে আনিচ হাওলাদার ও যশোরের হানিফ মোড়লের ছেলে এমদাদুল ইসলামকে আটক করে। পরের দিন সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার দীর্ঘ শুনানি শেষে সোমবার জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে আনিচ হাওলাদার দোষী হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এমদাদুল ইসলামকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আনিচ হাওলাদার উপস্থিত ছিলেন।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, আনিচ হাওলাদার মাদারীপুরের পরিচিত মাদক সম্রাট।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
আরএ