ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জামিন মেলেনি বাংলা ভাইয়ের দুই সহচরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
জামিন মেলেনি বাংলা ভাইয়ের দুই সহচরের জঙ্গি নেতা বাংলা ভাইয়ের দুই সহচর

রাজশাহী: রাজশাহীতে জামিন মেলেনি নিহত জঙ্গি নেতা বাংলা ভাইয়ের দুই সহচরের।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারা উচ্চ আদালত থেকে এতদিন জামিনে ছিলেন। বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা বাতিল হয়।

এরা হলেন— জেএমবি নেতা সিদিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহচর মাহাতাব খামারু ও মোস্তাফিজুর ওরফে জুতা মন্টু।

বুধবার রাজশাহীর বাগমারা থানার (মামলা নং-জি, আর ১৬১/১৬) একটি মামলায় এই দুইজনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট সাইফুল ইসলাম।

এ মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। বুধবার মামলার ধার্য তারিখে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা।

তবে শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বাংলা ভাইয়ের সহচর মাহাতাব খামারু ও মোস্তাফিজুর ওরফে জুতা মন্টুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ দুই জঙ্গি নেতা এলাকায় ফিরে আবারও সংগঠিত হচ্ছিল।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।