ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

লিবিয়ায় মানবপাচার: হাইকোর্টে নুরজাহানের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
লিবিয়ায় মানবপাচার: হাইকোর্টে নুরজাহানের জামিন ...

ঢাকা: ২৮ মে লিবিয়ার মিজদাহতে ২৬ বাংলাদেশিকে হত্যার পর মানবপাচরের অভিযোগে ঢাকায় সিআইডির করা এক মামলায় গ্রেফতার নুরজাহান নামের এক নারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রোববার (২৩ আগস্ট) তাকে জামিন দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

আদেশের বিষয়টি নিশ্চিত করে ড. মো. বশির উল্লাহ বলেন, নিয়মিত আদালত খোলা না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবো।

গণমাধ্যমের খবর অনুসারে নুরজাহান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিস সহকারী পদে অস্থায়ীভিত্তিতে কর্মরত ছিলেন। পরে তাকে অব্যাহতি দেওয়া হয়।

২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা করা হয়। এসময় আরও ১১ বাংলাদেশি মারাত্মকভাবে আহত হন। এই ঘটনা দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরে এ ঘটনায় দেশে মানবপাচারকারীদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এর মধ্যে নুরজাহান ও তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৫ জুন মানবপাচার আইনে পল্টন থানায় মামলা করে সিআইডি। পরে তাদের গ্রেফতার করা হয়।

এই মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
ইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।