রাজবাড়ী: রাজবাড়ীতে মোছা. কহিনুর বেগম (৫০) নামে এক মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ আদেশ দেন।
কহিনুর বেগম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার কামরুজ্জামান কমলের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি কহিনুর বেগমের বসতঘর থেকে ৮০০ পুরিয়া হেরোইন জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। ওইদিনই গোয়ালন্দ ঘাট থানায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বাংলানিউজকে জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে মাদক কারবারি কহিনুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
এনটি