ঢাকা: মানি লন্ডারিংয়ের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন জামিন চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আপিল বিভাগের ভার্চ্যুয়াল চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান আবেদনটি শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রফিকুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।
পরে খুরশীদ আলম খান বলেন, গত ২০ আগস্ট দুই মামলায় জামিন আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন তিনি। চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।
২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে দু’টি মামলা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ইএস/এমজেএফ