ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভোলায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
ভোলায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেন। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।  

মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক এ রায় দেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০১৭ সালের ২ জুন জেলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নে আসামি তার নিজ ঘরে ঘুমের মধ্যে স্ত্রী শাহনাজ বেগমকে গলা কেটে হত্যা করে। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে স্ত্রীকে কম্বল দিয়ে পেঁচিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় বিছানায় থাকা তার ছোট শিশু কন্যা মোহনাও (১) আগুনে পুড়ে মারা যায়। দাম্পত্য কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটে।  

শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।  

চাঞ্চল্যকর এ ডাবল মার্ডারের রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আশরাফ হোসেন লাবু ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।