ঢাকা: আদালত কক্ষের সামনে ভিড় সামলাতে না পারায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্ক করেছেন হাইকোর্টের বিচারপতি। এছাড়া আদালত কক্ষের বাইরে উপস্থিত বিচারপ্রার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এজলাস থেকে নেমে এসে বিচারপতি শেখ হাসান আরিফ উপস্থিত পুলিশ সদস্যদের সতর্ক করেন।
পরে তাকে দেখে যারা ভিড় করেছেন তারা সরে যান। এরপর আবার এজলাসে বসে বিচার কাজ পরিচালনা করেন বিচারপতি।
উপস্থিত আইনজীবীরা জানান, বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে আগাম জামিন নিতে আসা বিচারপ্রার্থীরা আদালত কক্ষের বাইরে ভিড় ও চেঁচামেচি করতে থাকেন। এতে বিচারকার্য বিঘ্নিত হচ্ছিল। বার বার বলেও কাজ হচ্ছিল না। বিষয়টি লক্ষ্য করে এজলাস থেকে নেমে আসেন বিচারপতি। এসে তিনি দেখেন, দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দিচ্ছেন না। এটা দেখে তিনি পুলিশ সদস্যদের সতর্ক করেন। এছাড়া উপস্থিত বিচারপ্রার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলেন।
বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
ইএস/জেআইএম