ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ধানমন্ডির সেই ২ শিশুকে ১১ অক্টোবর হাজির করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
ধানমন্ডির সেই ২ শিশুকে ১১ অক্টোবর হাজির করতে হবে

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত কেএস নবীর দুই নাতিকে নিরাপত্তা দিতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুই শিশুকে আগামী ১১ অক্টোবর হাইকোর্টে হাজির করতে বলেছেন।

ওইদিন আদালত দুইপক্ষের বক্তব্য শুনবেন।

রোববার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের ভার্চ্যুয়াল বেঞ্চে ধানমন্ডি  থানার আদেশ বাস্তবায়ন তুলে ধরার পর এ আদেশ দেন।

সাবেক অ্যাটর্নি জেনারেলের দুই নাতিকে বাসায় ঢুকতে দিচ্ছেন না তাদের চাচা-একাত্তর টিভিতে এমন বিষয়ে প্রচারিত এক প্রতিবেদন নিয়ে আলোচনার মধ্যেই শনিবার (৩ অক্টোবর) দিনগত মধ্যরাতে স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন আদালত। আদেশে ওই শিশুকে নিরাপত্তা দিয়ে বাসায় রেখে আসতে নির্দেশ দেন এবং রোববার সকালে প্রতিবেদন দিতে বলেন। সঙ্গে সঙ্গে ধানমন্ডি  থানার ওসি দুই শিশুকে বাসায় রেখে আসেন। একইসঙ্গে রোববার তিনি রাষ্ট্রপক্ষের মাধ্যমে প্রতিবেদন দেন।

ভার্চ্যুয়ালি আদালতে ধানমন্ডি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশ বাস্তবায়ন প্রতিবেদন তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। এরপর আদালত আদেশ দেন।

শনিবার রাতে আইনজীবী মনজিল মোরসেদ বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১১টার দিকে একাত্তর টিভির একাত্তর জার্নালে আমিও যুক্ত ছিলাম। সেখানে দু’টি শিশু নিয়ে আলোচনা হচ্ছিল। ওই দু’টি শিশু সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কেএস নবীর নাতি। যাদের বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। এখন তাদের চাচা তাদের বাসায় ঢুকতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা হওয়া টকশোটি হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের নেতৃতাধীন বেঞ্চের নজরে আসে। এরপর বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের নেতৃতাধীন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে তাৎক্ষণিক এ আদেশ দেন।

ব্যারিস্টর কেএস নবী (কাজী শহীদুন নবী) ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০১৮ সালের ৮ জুলাই তিনি ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।