ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জয়পুরহাটে  ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
জয়পুরহাটে  ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বিচারক ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: বিধি মোতাবেক লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে খাদ্য শস্য (ধান) মজুদ রাখার দায়ে জয়পুরহাটের চকবরকত ইউনিয়নের পল্লী বালা বাজারে অভিযান চালিয়ে ৩ আড়তদারকে ২ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (০৪ অক্টোবর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায় পৃথক এ অর্থদণ্ড দেন।

 

এ সময় মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাবার রাখা ও ট্রেড লাইসেন্স না থাকার দায়ে ৫টি দোকানে আরো ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ইউএনও মিল্টন চন্দ্র রায় বলেন, অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ৩ আড়ৎদারকে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫টি দোকানকে এ জরিমানা ধার্য করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- জয়পুরহাট র‌্যাব-৫ এর কমান্ডার মোহাইমেনুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবলু হোসেন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।