ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের পদে থাকা নিয়ে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের পদে থাকা নিয়ে রুল হাইকোর্ট, ফাইল ফটো

ঢাকা: কোন কর্তৃত্ব বলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই নির্বাচনে পরাজিত এক প্রার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক ও আইনজীবী সগীর হোসেন লিয়ন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাহবুব শফিক।

গত ২০ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করেছিলেন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী হোসাইন মোশারেফ সাকু।

রিট আবেদনে বিবাদী করা হয়েছে এলজিআরডি সচিব, নির্বাচন কমিশন, পিরোজপুর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল), মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদকে।

২০১৯ সালের ১৮ জুন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিজয়ী হন। ওই বছরের ২৭ জুন এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়।  

রিটকারী হোসাইন মোশারেফ সাকু বলেন, উপজেলা নির্বাচনের বিধিমালা অনুযায়ী ২৫০ জন ভোটারের স্বাক্ষর না নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়া, একই উপজেলার এলজিইডির ঠিকাদার থাকায় রিয়াজ উদ্দিন আহম্মেদের পদে থাকার বৈধতা নিয়ে এ রিট করি।  

আরও পড়ুন: 

মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী রিয়াজ বিজয়ী

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান পদে থাকার বৈধতা নিয়ে রিট

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
ইএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।