ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রিমান্ড শেষে সস্ত্রীক কারাগারে রিয়েল এস্টেটের মালিক নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
রিমান্ড শেষে সস্ত্রীক কারাগারে রিয়েল এস্টেটের মালিক নাসিম

ঢাকা: অস্ত্র আইনের মামলায় নাসিম রিয়েল এস্টেটের মালিক মো. ইমাম হোসেন নাসিম (৬৬) ও তার স্ত্রী হালিমা আক্তার সালমাকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢ‌াকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট বাকী বিল্লাহ তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

গত ২ অক্টোবর তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে মঙ্গলবার তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান।

আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তৃতীয় স্ত্রীসহ নাসিমকে আটক করে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, এক লাখ ৩৫ হাজার জাল টাকা, ১৪০০ পিস ইয়াবা, দুই বোতল বিদেশি মদ, চারটি ওয়াকিটকি সেট, ছয়টি পাসপোর্ট, ৩৭টি ব্যাংক চেক বই এবং ৩২টি সিম কার্ড জব্দ করা হয়।

আটকের পর তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ তিনটি মামলা দায়ের করা হয়। এদিকে নাসিমের বিরুদ্ধে প্রতারণার ৫৫টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। যার মধ্যে ৫২টিতে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।