ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে শিশু ধর্ষণ: ২ আসামির একজনের স্বীকারোক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
সিলেটে শিশু ধর্ষণ: ২ আসামির একজনের স্বীকারোক্তি আদালতে দুই আসামি

সিলেট: সিলেটে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত দুই আসামির একজন এখলাছ মিয়া (২০) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতে ওই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আদালতের বিচারক সাইফুর রহমানের তার জবানবন্দি রেকর্ড করেন। তবে অপর আসামি জসিম উদ্দিনকে (২২) আদালতে হাজির করা হলেও তিনি জবানবন্দি দেননি।

মামলায় বাদী পক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আসামি এখলাছ মিয়ার জবানবন্দি গ্রহণ শেষ হয়।

সিলেট নগর পুলিশের সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বলেন, এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের দু’জনকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় হলেও ২টার দিকে আদালতে তোলা হয়। এরপর বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিজেকে জড়িয়ে স্বীকারোক্তি দেন আসামি এখলাছ।

গত ১৩ সেপ্টেম্বর সিলেট সদর উপজেলার শহরতলীর জালালাবাদ থানার রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে (১২) তুলে নিয়ে ধর্ষণ করে এলাকারই দুই যুবক।

এ ঘটনায় জালালাবাদ থানায় দু’জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলার ১৯ দিন পর গত ৪ অক্টোবর দুই আসামি জসিম ও এখলাছকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে গত ৬ অক্টোবর তাদের দু‘দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নিলা। রিমান্ড শেষে শুক্রবার এখলাছকে আদালতে হাজির করা হলে তিনি শিশু ধর্ষণের ঘটনায় নিজেকে জড়িয়ে জবানবন্দি দেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।