ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় টুম্পা হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
খুলনায় টুম্পা হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামে গৃহবধূ টুম্পা মণ্ডল হত্যা মামলায় স্বামী প্রসেনজিৎ গাইনসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।

এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের দু’টি ধারায় ৪৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।  

সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- অনিমেষ গাইন ও বিপ্লব কান্তি মণ্ডল। প্রসেনজিৎ গাইনের ভাই সুদাশ গাইন খালাস পেয়েছেন। সাজাপ্রাপ্ত প্রসেনজিৎ গাইন ও বিপ্লব কান্তি মণ্ডল পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ অক্টোবর ডুমুরিয়ার বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে চুবিয়ে শ্বাসরোধ করে টুম্পাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। ৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সমিত মণ্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কেরামত আলী চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।