ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, নভেম্বর ১, ২০২০
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলায় জুয়েল (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল কুমারখালীর সদরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃবধূরর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে গত বছরের ০৩ অক্টোবর রাতে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করেন জুয়েল। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. রিংকু শেখ বাদী হয়ে জুয়েলকে আসামি করে কুমারখালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৮ নভেম্বর জুয়েলের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চাজশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ।

সাক্ষ্য ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রোববার জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।