ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সেকেন্ড ওয়েভ: সুপ্রিম কোর্টে মাস্ক পরা বাধ্যতামূলক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
সেকেন্ড ওয়েভ: সুপ্রিম কোর্টে মাস্ক পরা বাধ্যতামূলক

ঢাকা: আসন্ন শীত মৌসুমে করোনায় মহামারির সম্ভাব্য সেকেন্ড ওয়েব মোকাবিলায় সুপ্রিম কোর্টে কর্মকর্তা-কর্মচারী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, সেবাগ্রহীসহ সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে বলা হয়েছে।

এ বিষয়ে বুধবার (৪ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবিলায় সুপ্রিম কোর্টে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আগত আইনজীবী,আইনজীবী সহকারী, আগত সেবাগ্রহীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করবেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোম্বর ০৪, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।