ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদারীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
মাদারীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের ফাঁসি

মাদারীপুর: মাদারীপুরে ধর্ষণের পর দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) হত্যা মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত।  

সোমবার (৪ জানুয়ারি) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসা. দিলরুবা সুলতানা এ রায় দেন।

 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার শ্রীনদী কোটবাড়ী এলাকার নূরু মোল্লার ছেলের মাহমুদুল হাসান মধু মোল্লা (৩২) এবং জালাল মোল্লার ছেলে মিলন (৩০) মোল্লা।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে মাদারীপুর সদর উপজেলার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী শ্রীনদী এলাকায় কোচিং সেন্টারে ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা মেয়েটিকে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করে মরদেহ ফেলে যায়। পরের দিনই নিহতের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে শ্রীনদী গ্রামের মাহমুদুল হাসান মধু এবং মিলনের সম্পৃক্ততা পেয়ে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. মোছলেম আলী আকন জানান, মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এদিকে, রায়ের পর শিশুটির বাবা বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকর করার দাবি জানাচ্ছি, যাতে আগামীতে কোনো মায়ের কোল খালি না হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।