মেহেরপুর: হেরোইন রাখার অপরাধে পুলিশের দায়ের করা মামলায় কুতুব উদ্দীন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে মেহেরপুর জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
রায় ঘোষণার পর আসামি কুতুব উদ্দীনকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে কুতুব উদ্দীনের বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) একটি টিম অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি দায়ের করে। যার নম্বর -৩৭/১৩।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদদুল হক ও আসামিক্ষের আইনজীবী ছিলেন, রফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আরএ