ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

মাকে হত্যা: ছেলের মামলায় বাবা রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
মাকে হত্যা: ছেলের মামলায় বাবা রিমান্ডে প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কালশীতে সিরামিক কারখানায় সেলিনা খাতুন নামে এক নারীকে হত্যার ঘটনায় তার ছেলের করা মামলায় নিহতের স্বামী রবিউল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১১ জানুয়ারি) সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় সেলিনা খাতুন ও রবিউল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দম্পতির বড় ছেলে রবিউলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ রবিউলকে গ্রেফতার করে। এ ঘটনায় ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
কেআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।