ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জয়পুরহাটে ধর্ষণের দায়ে যুবকের ৪০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
জয়পুরহাটে ধর্ষণের দায়ে যুবকের ৪০ বছর কারাদণ্ড ...

জয়পুরহাট: জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের দায়ে মাসুদ রানা (৩৬) নামে এক যুবকের ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন। তবে আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- জয়পুরহাট সদরের হরিপুর উত্তরপাড়া গ্রামের তাজিম উদ্দীনের ছেলে মাসুদ রানা (৩৬)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুন দুপুরে জয়পুরহাট সদরের হরিপুর উত্তরপাড়া গ্রামে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশে পাট খেতে যায় এক কিশোরী (১৩)। সে সময় মাসুদ রানা মেয়েটিকে ধর্ষণ করে। মাসুদ মেয়েটির সম্পর্কে জেঠা হন। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী পরের মাসে ০২ জুলাই বিষপান করলে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরের দিন ০৩ জুলাই মেয়েটির বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করলে দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ০৭ জন স্বাক্ষীর জবানবন্দি নেওয়া শেষে বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।  

এ বিষয়ে জয়পুরহাটের সিনিয়র আইনজীবী নন্দ কিশোর আগরওয়ালা বাংলানিউজকে জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক থাকলেও বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে বিচারক মো. রুস্তম আলী এ আদেশ দেন। আর এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন কিশোরীর স্বজনরা।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।