ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় পি কে হালদারের দুই সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে সিএমএম আদালতে নেওয়া হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে তাদের আদালতের উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে নিয়ে যাওয়া হয়।
এর আগে রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়ে। এর আগে দুপুর ১২ থেকে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।
গ্রেফতারদের রমনা থানায় নিয়ে যাওয়া হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন বলে দুদক সূত্রে জানা গেছে।
** পিকে হালদারের দুই সহযোগীকে আনা হয়েছে দুদকে
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসএমএকে/ওএইচ/