ঢাকা: সাভারের আশুলিয়ায় একটি একতলা ভবনের দেয়াল ধসে মীনা নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১৩) নিহত হওয়ার ঘটনায় ভবনের মালিক মো. আলী হোসেনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ ফেব্রুয়ারি) হাজির হয়ে জামিন আবেদনের পর বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু।
চলতি বছরের ১২ জানুয়ারি সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় শিমুলিয়া রোডে মদিনা ব্যাচেলর ম্যাচ ভবনের দেয়াল ধসে কিশোরীটি মারা যায়। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।
ওই ছাত্রী কুষ্টিয়া জেলার সদর থানার পূর্ব রাতুলপাড়ার হাবিবুর রহমানের মেয়ে। সে কোনাপাড়া কলাবাগান এলাকায় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
ঘটনার দিন ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার জিরানী এলাকায় মদিনা নামে পুরাতন ভবনটি সংস্কারের জন্য ভাঙা হচ্ছিলো। এসময় ভবনটির পাশের একটি দেয়াল ধসে সড়কের ওপর পড়লে ওই কিশোরী মারা যায়। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। মায়ের সঙ্গে কেক কিনতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয় মীনা।
এ ঘটনায় মালিকের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা আশুলিয়া থানায় মামলা করেন। সেই মামলায় আসামি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন।
আরও পড়ুন: আশুলিয়া ভবন ধসে কিশোরী নিহত, আহত ৫
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
ইএস/এসআই