ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

সাতক্ষীরা: স্বামী জাকির হোসেনকে হত্যার দায়ে সাতক্ষীরায় স্ত্রী মেহেরুননেসাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


 
রোববার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় দেন। তবে আসামি পলাতক থাকায় রায়ের সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত মেহেরুন একই জেলার আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের নিহত জাকিরের স্ত্রী। তিনি 

সাতক্ষীরা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল লতিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ০৩ অক্টোবর মেহেরেুন নেসা তার স্বামী জাকির হোসেনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় মেহেরুনকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় আশাশুনি থানা পুলিশ। এ মামলায় ১২ জনের সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।