ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

খুলনায় অস্ত্র মামলায় রফিকের ১৭ বছ‌রের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, মার্চ ১৪, ২০২১
খুলনায় অস্ত্র মামলায় রফিকের ১৭ বছ‌রের কারাদণ্ড প্রতীকী ছবি

খুলনা: খুলনায় অস্ত্র আইনের মামলায় র‌ফিক জোয়ার্দারকে (৪৮) ১৭ বছ‌রের সশ্রম কারাদণ্ড দিয়ে‌ছেন আদালত।

রোববার (১৪ মার্চ) দুপুরে খুলনার অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদাল‌তের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা ক‌রেন।

রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

রাষ্ট্রপ‌ক্ষে মামল‌টি প‌রিচালনা ক‌রেন এপিপি অ্যাডভোকেট হেমন্ত কুমার সরকার।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০০৭ স‌লের ১৬ অক্টোবর রাত ৪ টায় ডুমু‌রিয়া উপ‌জেলার মাধবকা‌টি গ্রা‌মের প্রাইমা‌রি স্কু‌লের সাম‌নে থে‌কে র‌ফিক জোয়ার্দারকে গ্রেফতার করা হয়। সে পূর্ব বাংলা ক‌মিউ‌নিস্ট পা‌র্টির আঞ্চ‌লিক নেতা। তার না‌মে ডুমু‌রিয়া থানায় ২১টি ও য‌শোর থানায় ২টি মামলা র‌য়ে‌ছে। র‌ফিক‌কে এক‌টি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ক‌রা হয়।

ওই ঘটনায় ডুমু‌রিয়া থানার এসআই গোলাম কিব‌রিয়া বাদী হ‌য়ে থানায় মামলা দা‌য়ের ক‌রেন। একই বছ‌রের ২৭ ন‌ভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. ত‌ফিকুল ইসলাম র‌ফিক‌কে অভিযুক্ত ক‌রে আদাল‌তে অভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।