ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আবদুল মতিন খসরুর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
আবদুল মতিন খসরুর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরুর (৭১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (১৪ এপ্রিল) এক শোকবার্তায় প্রধান বিচারপতি জ্যেষ্ঠ এ আইনজীবীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ এপ্রিল) বিকেল চারটা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে  ইন্তেকাল করেছেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর সঙ্গে প্রধান বিচারপতির দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিল উল্লেখ করে শোকবার্তায় বলা হয়, তিনি অত্যন্ত নির্লোভ, নিরহংকারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান রয়েছে। আইন অঙ্গনের সবাই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।