ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে ১০ ব্যক্তি ও ৪ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
বরিশালে ১০ ব্যক্তি ও ৪ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ১০ ব্যক্তি ও ৪ ব্যবসায়ীকে জরিমানা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় ও বাজার মনিটরিংয়ের অংশ হিসবে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ ব্যক্তি ও চার ব্যবসায়ীকে ছয় হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বরিশাল নগরের রুপাতলি, বটতলা, বাংলাবাজার, চৌমাথা, পোর্ট রোড়, পেঁয়াজ পট্টি ও চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস ও নিরুপম মজুমদার।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস অভিযান পরিচালনাকালে পণ্যের মুল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে মোট দুই হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় ছয় জনকে এক হাজার ১০০ টাকা জরিমানা করেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার অভিযান পরিচালনাকালে চার ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে তিন হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।