ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

আজই মুক্তি পাবেন রোজিনা, আশা আইনজীবীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ২৩, ২০২১
আজই মুক্তি পাবেন রোজিনা, আশা আইনজীবীর ছবি: ডিএইচ বাদল

ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম আজই মুক্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী।

রোববার (২৩ মে) রাজধানীর সিএমএম কোর্টে রোজিনা ইসলামের জামিনের আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এহসানুল হক সমাজী বলেন, রোজিনা ইসলাম একজন নারী ও প্রতিথযশা সাংবাদিক। তাকে যে আইনে মামলা দেওয়া হয়েছে তা যথাযথ হয়নি মর্মে আমরা শুনানিতে আগেই বলেছি। আজ রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিষয়ে আপত্তি করা হয়নি। আমরাও আমাদের বক্তব্য তুলে ধরেছি। আদালত সার্বিক বিবেচনায় তাকে জামিন দিয়েছেন। আমরা আশা করি, বাকি প্রক্রিয়া শেষে আজই তিনি কারামুক্ত হবেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) তিনি জামিন শুনানিতে বলেন, সচিবালয় কোনো নিষিদ্ধ এলাকা নয়। জনস্বার্থে সাংবাদিকরা সেখান থেকে সংবাদ সংগ্রহ করে থাকেন। রোজিনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির অনেক সংবাদ করেছেন, তাই আক্রোশবসত তাকে গ্রেফতার করে এ মামলা দেওয়া হয়েছে।

মামলার জব্দ তালিকায় রাষ্ট্রীয় কোনো গোপন নথির বর্ণনা নেই। জব্দ তালিকায় যেসব ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোও রোজিনার কাছ থেকে সরাসরি উদ্ধার করা হয়নি। একজন কর্মকর্তা পুলিশকে সেগুলো দিয়েছেন। এজাহারে বর্ণিত ঘটনায় জব্দ তালিকার আলামতের কোনো রেফারেন্স নেই। তাই এ মামলাটি আইনগতভাবে ত্রুটিপূর্ণ। তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো জামিনযোগ্য।

** জামিন পেলেন রোজিনা ইসলাম

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ২৩, ২০২১
পিএম/কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।