ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আইন ও আদালত

টেকনাফের সাংবাদিক রাশেদুলের জামিন বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ২৭, ২০২১
টেকনাফের সাংবাদিক রাশেদুলের জামিন বহাল

ঢাকা: কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেফতার স্থানীয় সাংবাদিক রাশেদুল করিমকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
 
হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার (২৭ মে) আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ।



আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
 
রাশেদুল করিমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু।
 
আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার পিস ইয়াবা রাখার অভিযোগে রাশেদুল করিমকে টেকনাফ থানা পুলিশ গ্রেফতার করে ২০১৯ সালের ৩ মে। ওই সময় টেকনাফ থানার ওসি ছিলেন বর্তমানে কারাবন্দি প্রদীপ কুমার দাশ।
 
ওই মামলায় রাশেদুলকে গত ২১ সেপ্টেম্বর হাইকোর্ট জামিন দেন।
 
পরে এ জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ২৭, ২০২১
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।