বরিশাল: গণপরিবহনের সরকার কর্তৃক নির্দিষ্ট আসনের তুলনায় দ্বিগুন/তিনগুন যাত্রী পরিবহনের দায়ে বরিশালে ৪ বাসের চালককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ মে) বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট নিশাত তামান্না পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ৩৩৩ নম্বরে নাগরিকদের অভিযোগের ভিত্তিতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বরিশাল নগরের কালিজিরা ব্রিজ এলাকা এবং বরিশাল-ভোলা মহাসড়কে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ওই অভিযান চালানো হয়।
অভিযানে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি সঠিক ভাবে মেনে গাড়ি চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে হয়রানির শিকার হলে সাধারণ নাগরিককে ৩৩৩ এ অভিযোগ জানানোর জন্য অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ৩০, ২০২১
এমএস/কেএআর