ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আইন ও আদালত

জামিনের মেয়াদ ফের ৪ সপ্তাহ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মে ৩০, ২০২১
জামিনের মেয়াদ ফের ৪ সপ্তাহ বাড়লো

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিসিস্থিতে জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা ফের চার সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।

প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে রোববার (৩০ মে) বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, যে সব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যে সব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে বা যে সব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সে সব মামলার জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা গত ২ মে’র বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আগামী ০৪ (চার) সপ্তাহ পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।

এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল ও ২ মে এক বিজ্ঞপ্তিতে জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা বাড়ানো হয়েছিলো।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ০২, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।