ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আইন ও আদালত

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চেম্বার জজ মনোনীত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ৩১, ২০২১
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চেম্বার জজ মনোনীত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে।  

সোমবার (৩১ মে) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে গত ১৫ ফেব্রুয়ারির স্মারকমূলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দৈনিক চেম্বার জজ হিসেবে মনোনীত করা হয়েছে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১ জুন থেকে সপ্তাহের প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের দৈনিক চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ৩১, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।