ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আইন ও আদালত

ভারতে তরুণীকে নির্যাতন: পাচার চক্রের একজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ১০, ২০২১
ভারতে তরুণীকে নির্যাতন: পাচার চক্রের একজন রিমান্ডে

ঢাকা: ভারতে তরুণীকে নির্যাতনের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার আন্তর্জাতিক নারী পাচার চক্রের সদস্য আকবর আলীকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মহিউদ্দিন ফারুক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটিতে বুধবার (৯ জুন) মেহেদি হাসান বাবু ও মহিউদ্দিন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আব্দুল কাদের নামে আরেক আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এ মামলায় মোট চারজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।  

পাচার হওয়ার পর ৭৭ দিনের নির্যাতন ও বন্দিদশা থেকে সম্প্রতি পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় গত ১ জুন মামলা দায়ের করেছিলেন ওই তরুণী। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১০, ২০২১
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।