মৌলভীবাজার: করোনা নিয়ন্ত্রণে আনতে সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে ১৭২ জনকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সব উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এই জরিমানা করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সব উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি) এবং প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। এ সময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।
বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, জুন ২৯, ২০২১
বিবিবি/কেএআর/এসআরএস